ঢাকা, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়মিত কর প্রদান করে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০২০-২১ কর বছরে “স্থানীয় কর্তৃপক্ষ খাতে ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী” নির্বাচিত হয়েছে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু বকর ছিদ্দীক এর পক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) জনাব মোঃ রুপম আনোয়ার জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর নিকট হতে ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র গ্রহণ করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের গুরুত্বপূর্ণ মেঘাপ্রকল্পসমূহ বাস্তবায়ন করে চলছে।