Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মে ২০২৫

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2025-05-21
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তাগণ, সাইট অফিস সংশ্লিষ্ট জেলার প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। সভায় সচিব মহোদয় ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখার নির্দেশনা প্রদান করেন, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে। এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। র্ণিত বিষয়ে গত ১২ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্তসমূহ অনুযায়ী জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত করার বিষয়ে সচিব মহোদয় সভায় গুরুত্ব আরোপ করেন। বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কাজের জন্য যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সচিব মহোদয় দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অংকের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদ যাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন। সভায় সিমেন্ট, রড, পাথর ও বালু বহনকারী ট্রাকসমূহ ঈদ-উল-আযহার আগে ও পরে ৭দিন চলাচল সীমিত রাখা এবং ৩দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে খাদ্যদ্রব্য, ঔষধ, জ্বালানি, পচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী গাড়িগুলোর পণ্য পরিবহন এবং নির্মাণ কাজে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সচিব মহোদয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে Weighing Scale Machine এর আওতামুক্ত রাখা এবং রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বিবেচনায় কোরবানির পশু ব্যবসায়ী ও যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা কামনা করেন।