Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০১৮

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প

প্রকল্পের মেয়াদ- জানুয়ারি ২০০৯- ডিসেম্বর ২০১৮

প্রকল্পের আর্থিক অগ্রগতি নিম্নরুপঃ

(লক্ষ টাকায়)

প্রকল্পের মোট ব্যয়

২০১৭-১৮ অর্থবছরে এডিপি বরাদ্দ

ফেব্রুয়ারি/১৮ পর্যন্ত অর্থ ছাড়

ফেব্রুয়ারি/১৮ পর্যন্ত আর্থিক অগ্রগতি

মোট ব্যয়

 (বরাদ্দের (%) অংশ)

জিওবি ব্যয়  (বরাদ্দের (%) অংশ)

প্রকল্প সাহায্য

২৮৭৯৩৩৮.৭৬

মোট-৫৫২৪৩৬.০০

জিওবি-৫৫২৪৩৬.০০

১৩৭৮৫৯.০০

১০২৭৭৮.৭৩

(১৮.৬০%)

১০২৭৭৮.৭৩

(১৮.৬০%)

-

 

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫২%। কাজের কম্পোনেন্ট অনুযায়ী অগ্রগতি নিম্নরূপ:

ক্র.

কম্পোনে

সর্বশেষ অবস্থা

১.

মূল সেতু নির্মাণ

  • চুক্তি মূল্য ১২১৩৩.৩৯ কোটি টাকা এবং ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ব্যয় ৬৫৪২.২৮ কোটি টাকা।
  • মূল সেতুর ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি লক্ষ্যমাত্রা ৭৮.০১% এর বিপরীতে অর্জন ৫৮%

২.

নদীশাসন কাজ

  • চুক্তি মূল্য ৮৭০৭.৮১ কোটি টাকা এবং ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ব্যয় ৩১২৯.৮০ কোটি টাকা।
  • নদীশাসন কাজের ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি লক্ষ্যমাত্রা ৬১.৮৬% এর বিপরীতে অর্জন ৩৫.৮০%

৩.

জাজিরা সংযোগ সড়ক নির্মাণ

  • চুক্তি মূল্য ১০৯৭.৩৯ কোটি টাকা এবং ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ব্যয় ১২৫৫.৮২ কোটি টাকা।
  • ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি লক্ষ্যমাত্রা ৯৮.৪৮% এর বিপরীতে অর্জন ৯৯.৮০%

৪.

মাওয়অ সংযোগ সড়ক নির্মাণ

  • চুক্তি মূল্য ১৯৩.৩৯ কোটি টাকা এবং ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ব্যয় ১৯১.৯৫ কোটি টাকা।
  • ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি ১০০%

৫.

mvwf©m Gwiqv-2

  • চুক্তি মূল্য ২০৮.৭১ কোটি টাকা এবং ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ব্যয় ১৯৩.৬৪ কোটি টাকা।
  • ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি ১০০%

৬.

ভূমি অধিগ্রহণ

এ প্রকল্পের জন্য মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে।

তিন জেলায় সর্বমোট অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ভূমির পরিমাণ ২৮৬৫.০৪ হেক্টর

অধিগ্রহণ সম্পন্ন ২০২৩.২২ হেক্টর

দখল বুঝে নেওয়া ভূমির পরিমাণ ১৪৪৯.৪১ হেক্টর

 

৭.

পুনর্বাসন এলাকায় ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর

ক) পুনর্বাসন খাতে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ৬২৫.৮০ কোটি টাকা অতিরিক্ত সহায়তা বাবদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের মাঝে বিতরণ করা হয়েছে।                                                                                                                                                                                   

 

খ) পুনর্বাসন সাইটগুলোতে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ‘প্রকল্প পর্যায় প্লট বরাদ্দ কমিটি’ কর্তৃক ২৪৮৮টি প্লট ক্ষতিগ্রস্ত পরিবারকে হস্তান্তর দেয়া সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৬৪২ ভূমিহীন (ক্ষতিগ্রস্ত) পরিবারকে বিনামূল্যে প্লট প্রদান করা হয়েছে। এছাড়া ৫৭৬ জন ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে ভিটা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।

৮.

পরিবেশ কার্যক্রম

  • পদ্মা সেতুর উভয় প্রান্তে পুনর্বাসন ও সার্ভিস এরিয়া এলাকাগুলোতে বনায়নের জন্য ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত সর্বমোট ১,৫৭,৭৫৭টি গাছ লাগানো হয়েছে।
  • পদ্মা সেতু প্রকল্প এলাকায় একটি যাদুঘর স্থাপনের কাজ চলমান আছে। ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত সর্বমোট ১৪২৯টি নমুনা সংগ্রহপূর্বক সংরক্ষণ করা হয়েছে।
  • পদ্মা সেতু প্রকল্প Comprehensive Documentation এর কাজ চলমান রয়েছে ।